শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

ভাঙন রোধে পদক্ষেপের দাবিতে যমুনা পাড়ে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর পূর্বপাড় ভাঙন রোধে পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী৷

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরগিরিশ ইউনিয়নের নৌকাঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ছয় ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ে চরের ছয় ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে পৃথক উপজেলা গঠনের দাবি জানান। একই সঙ্গে তারা যমুনার ভাঙনে দিশেহারা চরবাসীকে রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ভাঙনে ক্ষতিগ্রস্ত মনির মিয়া বলেন, কয়েক দিনের ভাঙনে আমার ৩০ বিঘা জমির ধান ভেসে গেছে। গত এক মাসে দুইবার ঘর সরাতে হয়েছে।

নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের অভিযোগ করেন, উজানে প্রতিদিন তিন থেকে চার শতাধিক বালুবাহী ড্রেজার চলছে। এর ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে এই এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা এর প্রতিকার চাই।

তিনি আরও বলেন, গত মাসেই প্রায় দুই শতাধিক ঘরবাড়ি, বাজার, মসজিদ ও কয়েকশ একর আবাদি জমি নদীতে বিলীন হয়েছে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাজিপুর উপজেলা শাখার সেক্রেটারি ফারুক বলেন, নদীর পশ্চিম তীরে বাঁধ নির্মাণে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও পূর্ব তীর রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা জাহান সুমাইয়া বলেন, আমি নতুন যোগদান করেছি। এ বিষয়টি আমার জানা নেই৷ খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানের সঙ্গে মুঠোফোনের যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com