রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পলিথিন ব্যাগের বিষয়ে আর কোনো ছাড় নয় : পরিবেশ উপদেষ্টা সব আধুনিক হাসপাতাল যেন ঢাকাকেন্দ্রিক না হয়: স্বাস্থ্য উপদেষ্টা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধি, আরো ৬১ ফিলিস্তিনি নিহত নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ এ বছরেই ভারতে আসার কথা ছিল ট্রাম্পের, এক ফোনালাপে সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, পরিস্থিতি থমথমে এবার নিষিদ্ধের পথে জাতীয় পার্টি? মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসির শুনানিতে বাগেরহাটের ৪ আসন বহালের দাবি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে বাগেরহাট জেলার চারটি আসন বহালের দাবি তুলেছেন জেলার প্রতিনিধিরা।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের শুনানিতে তারা এমন দাবি তুলেন। তাদের মতে, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন ছিল। হঠাৎ করে একটি আসন কমিয়ে দেওয়ার প্রস্তাব জনস্বার্থবিরোধী ও অযৌক্তিক।

শুনানি শেষে বাগেরহাট-৩ আসনের প্রতিনিধি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু সাংবাদিকদের বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাটে চারটি আসন। হঠাৎ করে ইসি বলছে, চারটি আসন থাকবে না।

একটি আসন বাদ দেওয়া বাগেরহাটবাসী মানবে না। এটা অযৌক্তিক, আইন পরিপন্থি এবং বাস্তবসম্মত নয়। ইসির এ সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থি। আমরা চাই, বাগেরহাটের চারটি আসন—এক, দুই, তিন ও চার—আগের মতো বহাল থাকুক এবং জেলার জনগণ সেই চারটি আসনেই ভোটাধিকার প্রয়োগ করতে পারুক।

একই আসনের আরেক প্রতিনিধি ব্যারিস্টার মো. জাকির হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত এই নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। কিন্তু বাগেরহাটের একটি আসন কমিয়ে দিয়ে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এতে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা চাই কমিশন তাদের খসড়া প্রস্তাব ঠিক করে দিক। না হলে জনগণ আদালত বা আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। এতে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন বিঘ্নিত হতে পারে।

অন্যদিকে বাগেরহাট-৩ আসনের প্রতিনিধি হিসেবে শুনানিতে অংশ নেওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাল অভিযোগ করেন, তারা পর্যাপ্তভাবে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।

তিনি বলেন, গতকালও আমাদের কথা শোনার সুযোগ হয়নি, আজও হয়নি। মনে হচ্ছে নির্বাচন কমিশন শুধু একটি দলের জন্যই কাজ করছে। ভোটার সংখ্যা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মোটেও যৌক্তিক নয়।

শুনানিতে অংশ নেওয়া প্রতিনিধিরা কমিশনের কাছে দাবি জানান, বাগেরহাটের চারটি আসন পূর্বের মতো বহাল রাখা হোক। তাদের মতে, জনগণের অধিকার ও সাংবিধানিক দায়িত্ব পালনের স্বার্থেই এ দাবি মানা উচিত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com