সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব : মার্কিন দূতকে সিইসি প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বাতিল, খাল-নালা পরিষ্কার করবে বিএনপি নির্বাচনে নৌবাহিনী-বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি অস্বাভাবিক নয়’ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ মঙ্গলবার আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ভূমিকম্পে আফগানিস্তানে নিহত বেড়ে ৬২২ মানুষ-হাতির সহাবস্থান নিশ্চিতে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দেয়ার উদ্যোগ নেয়া হবে সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি : মির্জা ফখরুল ঢামেকে নুরকে দেখতে গেলেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন গৃহবধূ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় সামিয়া আকতার খুশি (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে সামিয়ার পরিবারের দাবি, সামিয়াকে মেরে ফেলা হয়েছে।  

শনিবার (৩০ আগস্ট) বিকেল দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণ খাইনের ৬নং ওয়ার্ডের জিয়াউদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

সামিয়া আকতার খুশির স্বামী জিয়াউদ্দীন ওমান প্রবাসী। তাদের পরিবারে এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ বছর আগে সামিয়া ও জিয়াউদ্দীন ভালোবেসে পরস্পরকে বিয়ে করেন। সামিয়ার বাপের বাড়ি সন্দ্বীপে। বিয়ের পর স্বামী জিয়াউদ্দীন ওমানে চলে যান। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জের ধরে গতকাল বিকেলে স্বামী জিয়াউদ্দীনের সঙ্গে ভিডিও কলে কথা হয় স্ত্রী সামিয়ার। কথার একপর্যায়ে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হয়। পরে তাকে ভিডিও কলে রেখে স্ত্রী সামিয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছেন স্বামী।

এ সময় স্বামী জিয়াউদ্দীন ফোন কেটে পার্শ্ববর্তী এক ভাবীকে ফোন দিয়ে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে এসে দেখতে পান ভেতর থেকে দরজা বন্ধ। তখন সবাইকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামিয়ার বড় বোন সানজিদা আকতার অভিযোগ করে বলেন, শ্বশুর বাড়ির লোকজন আমার বোনকে মেরে ফেলেছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com