বাংলা৭১নিউজ, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর রোববার রাত ৯টার দিকে ঝুটের গুদামে আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, রাত সাড়ে ৯টার দিকে দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এন