নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, গত ১২ আগস্ট বিকেলে আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় রামচন্দ্রদী ব্রিজের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে বিশনন্দী ফেরিঘাটগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই যাত্রী পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) মারা যান। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান সিএনজিচালক আবুল বাশার (৪৫) ও যাত্রী জাকির হোসেন (৫৫)। এ ছাড়া আহত অবস্থায় সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও শিশু রিয়া (১০) বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।
নিহত সিএনজিচালক আবুল বাশারের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।
র্যাবের একটি গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে এবং পরে চালক কাশেমের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025