বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

পাকিস্তানে রাতভর হামলা-সংঘর্ষে পুলিশসহ নিহত ১২

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আবারও রাতভর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর হামলা-সংঘর্ষে সাত পুলিশসহ ১২ জন নিহত হয়েছেন। সংঘর্ষে একজন আত্মঘাতী হামলাকারীসহ কমপক্ষে পাঁচ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। খবর জিও নিউজের।

শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ জানায়, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে আক্রমণ শুরু করার পর হামলা চালায় প্রশিক্ষণ কেন্দ্রটিতে। এরপর দীর্ঘ সময় ধরে হামলাকারীদের এবং নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে তাদের পিছু হটাতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, বন্দুকযুদ্ধ দ্রুত নিরাপত্তা বাহিনীর পক্ষে পরিণত হয়, যারা প্রাঙ্গণটি সুরক্ষিত করতে সহায়তা করার জন্য অতিরিক্ত ফোর্স পৌঁছানোর আগেই আক্রমণকারীদের প্রতিহত করে।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হাফিজ মুহাম্মদ আদনান বলেন, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সফলভাবে প্রতিহত করেছে জঙ্গিদের এবং আক্রমণে জড়িত সমস্ত সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। সন্ত্রাসীরা রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে হামলা চালায়। হামলাকারীদের নির্মূল করার অভিযান গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com