বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে তল্লাশি চালিয়ে তার আগ্নেয়াস্ত্র ও পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।
এ ছাড়া মিরু যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য দেশের সব বিমানবন্দর ও স্থল বন্দরে সতর্ক বার্তা পাঠানো হয়েছে।
আজ বিকেল ৪টার দিকে পৌর এলাকার মনিরামপুর গ্রামে মেয়র মিরুর বাড়িতে তল্লাশি চালিয়ে তার ভোটার আইডি কার্ড, দুটি পাসপোর্ট ও তিনটি চেক বই জব্দ করা হয়।
শাহজাদপুর থাকার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলেন মিরুর স্ত্রী জেবুন্নেসা বেগম পিয়ারী।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, মেয়র মিরুর একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া মিরু যেন অন্য দেশে পালিয়ে যেতে না পারে এ জন্য ইতোমধ্যেই দেশের সব বিমানবন্দর ও স্থল বন্দরে সতর্ক বার্তা পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এম