বাংলা৭১নিউজ, বরগুনা : বঙ্গোপসাগরে দুই জেলেকে পানিতে ডুবিয়ে হত্যা মামলায় বরগুনায় দু’জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে ১২ জনকে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আজ দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় ঘোষণ করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা-গুলিশাখালী গ্রামের মো. বাবুল মাঝি (৪৫) ও একই গ্রামের মো. রুস্তুম হাওলাদার (৫০)।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন, একই গ্রামের ফজলু হাওলাদার, খালেক, মনিরুল ইসলাম, রহিম, বাবুল, কুটি মিয়া, বাদল, হানিফ, বাশার, রিয়াজ গাজী, মো. খোকন ও সেন্টু।
আর সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কথিত রাসুল মো. হাবিবুর রহমান জমাদ্দার।
রায় শোনার পর আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্তদের স্বজনেরা।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন বরগুনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আকতারুজ্জামান বাহাদুর। তিনি বলেন, সাক্ষী-প্রমাণের মাধ্যমে এ মামলার রায় প্রদান করা হয়েছে। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল কান্তি দাস ও কিছলু তালুকদার। তিনি বলেন, আসামিরা ন্যায় বিচার পাননি। তাই আমরা উচ্চ আদালতে আপিল করবো। মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি বরগুনার পাথরঘাটা থেকে একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান ১৬ জেলে।
এরপর সাগরে থাকার সময় মো. হাবিবুর রহমান জমাদ্দারের মাধ্যমে মৃত মানুষকে জীবিত করা যায়, এমন বিশ্বাসে অন্য আসামিদের সহযোগিতায় আয়নাল (২৪) ও ফারুক (৪০) নামের দুই জেলেকে পানিতে ডুবিয়ে হত্যা করেন আসামিরা।
পরে ট্রলারে থাকা অন্য জেলেদের কাছে এ ঘটনার বর্ণনা শুনে ২০১০ সালের ৬ মার্চ বরগুনা সদর থানায় ১৫ জনকে আসামি করে নিহত আয়নালের বড় ভাই একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলা৭১নিউজ/সিএইস