বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে : নাহিদ ইসলাম ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: ড. ইউনূস মালয়েশিয়ানদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার ‘চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে ৫.৭ শতাংশ’ দুর্নীতিমুক্ত-বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথপ্রদর্শক হবে তরুণরা: আসিফ নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রে দোকানে বন্দুক হামলা, নিহত ৩ বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক, তিনটি নোট বিনিময় সই

দুই ব্রাজিলিয়ানের গোলে লেভারকুসেনকে হারালো চেলসি

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ক্লাব বিশ্বকাপ জিতেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি জানান দিয়েছে, সামনের মৌসুমে তারা ভালো কিছু উপহার দিতে যাচ্ছে। এবার সেই ধারাবাহিকতায় শুরু করলো মৌসুমের প্রস্তুতি। ক্লাব প্রীতি ম্যাচে তারা শুক্রবার রাতে ২-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে।

চেলসির হয়ে দুটি গোলই করলেন দুই ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও এবং হোয়াও পেদ্রো। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারানোর চার সপ্তাহ পর এই প্রথম মাঠে নামলো ব্লুজরা।

মাত্র ১৮ বছর বয়স ব্রাজিলের বিস্ময় বালক এস্তেভাওয়ের। চেলসির জার্সি প্রথম গায়ে জড়ালেন লেভারকুসেনের বিপক্ষে। শুরুতেই জাত ছিনিয়ে দিলেন তিনি। ম্যাচের ১৮তম মিনিটেই গোল করে তাক লাগালেন এস্তেভাও।

শটটা নিয়েছিলেন মূলত কোল পালমার। তার শটটি লেভারকুসেনের গোল পোস্টের ক্রসবারে লেগে ফিরে আসে। সেই বলটিই পেয়ে যান এস্তেভাও এবং বাঁ-পায়ের দারুণ এক শটে জড়িয়ে দেন জার্মান ক্লাবটির জালে।

মাত্র ১৮ বছর বয়স হলেও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে থাকতেই বিশ্ব ফুটবলে নিজের আগমন বার্তা ছড়িয়ে দেন এস্তেভাও। তাকে বলা হচ্ছিল, ‘হাইলি রেটেড মিডফিল্ডার’। যে কারণে চেলসি তাকে কিনেছে ৩৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে। শুধু তাই নয়, পারফরম্যান্স ভালো হলে অতিরিক্ত অর্থ গুনতে হবে চেলসিকে। সেটা উঠে যেতে পারে ৬৭ মিলিয়ন ইউরো পর্যন্ত। মাত্র ১৮ বছর বয়সে এত মূল্য, সত্যিই বিস্ময়কর।

শুক্রবারের আগে এস্তেভাও সর্বশেষ খেলেছিলেন চেলসির বিপক্ষেই। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাবটিকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল চেলসি এবং শেষ পর্যন্ত এনজো মারেসকার শিষ্যরাই চ্যাম্পিয়ন হয়েছিল।

চেলসির আরেক ব্রাজিলিয়ান হোয়াও পেদ্রো, যাকে ব্রাইটন দলে নিয়েছিল চেলসি। ক্লাব বিশ্বকাপে ব্লুজদের হয়ে যার অভিষেক- তিনিও একটি গোল করলেন শুক্রবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে। ৯০তম মিনিটে দুর্দান্ত এক নিচু শটে প্রতিপক্ষের জালে বলটি জড়ান তিনি।

এস্তেভাও এবং হোয়াও পেদ্রোর জন্য আবার চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে এটা ছিল প্রথম ম্যাচ। একই সঙ্গে ঘরের মাঠে অভিষেক হলো লিয়াম ডেলাপ, জোরেল হ্যাতো এবং জেমি গিটেনসেরও।

মৌসুম শুরুর আগে আর মাত্র একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পাবে চেলসি। আগামী রোববার তারা এই ম্যাচ খেলবে এসি মিলানের বিপক্ষে। এর এক সপ্তাহ পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুরু হবে ব্লুজদের ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com