বাংলা৭১নিউজ, ডেস্ক: মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি ফেরিডুবির পর উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করেছে। তবে আরো লাশ পাওয়ার আশংকা করা হচ্ছে। ফেরিটিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ছিলেন।
আজ স্থানীয় এক কর্মকর্তা একথা জানান।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে।
স্থানীয় ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের পরিচালক সা উইলি ফ্রিয়েন্ট বলেন, ‘এখন পর্যন্ত আমরা নদী থেকে ১৪ জনের লাশ উদ্ধার করেছি। তবে এখনো তাদের পরিচয় সনাক্ত করতে পারিনি।’
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বাংলা৭১নিউজ/সি