বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নার্সিংহোমে আগুন লেগে নিহত ৯

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের একটি নার্সিংহোমে আগুন লাগায় ৯ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, উত্তর-পূর্ব ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে রাতের বেলায় অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফল রিভারের অগ্নিনির্বাপণ প্রধান জেফ্রি বেকন সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় রোববার রাতে ফল রিভার শহরের একটি সহায়ক আবাসিক কেন্দ্রে আগুন লাগার ঘটনা ‘একটি অবর্ণনীয় ট্র্যাজেডি’।

বেকন বলেন, গত রাতে এই ভবনে নয়জন প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, স্ট্রেচারে করে লোকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

বেকন জানিয়েছেন, দুর্ঘটনায় একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ৩০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার অভিযানে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজের সময় অগ্নিকাণ্ডে আহত হওয়া পাঁচ উদ্ধারকর্মীকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গ্যাব্রিয়েল হাউজ নামের ওই নার্সিং হোমে প্রায় ৭০ জন থাকতেন। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com