পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে সাভারে একদিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘Better Dhaka District Initiatives’ শীর্ষক এই কার্যক্রমের মাধ্যমে ঢাকার পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে জেলা প্রশাসন এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য আমাদের বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে। যদি আমরা প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না।’ তিনি আরও বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব।’
‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানান, রাজধানীর বায়ুদূষণ রোধে সাভারসহ আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে। একইসঙ্গে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে এবং শব্দ ও বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ‘পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।’
বাংলা৭১নিউজ/এবি