বাংলা৭১নিউজ, ডেস্ক: সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরে রাশিয়ার বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ২৫০ সদস্য নিহত হয়েছে। সিরিয়ায় যখন যুদ্ধবিরতি চলছে তখন এ হামলার ঘটনা ঘটল। অবশ্য, দায়েশ সন্ত্রাসীরা যুদ্ধবিরতির আওতায় নেই।
বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ব্রিফিংয়ে রুশ সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর পোজনিখির জানান, মঙ্গলবার রুশ বাহিনী পালমিরা শহরে বিমান হামলা চালিয়েছে। শহরটিতে দায়েশ সন্ত্রাসীরা হামলার প্রস্তুতি নিচ্ছিল। গত মার্চ মাসে পালমিরা শহর সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা হয়।
জেনারেল পোজনিখির জানান, রুশ বিমানের হামলায় সন্ত্রাসীদের ১৫টি পিকআপ ধ্বংস হয়েছে। এসব পিকআপে মেশিনগান ও বিমান বিধ্বংসী কামান ছিল। তিনি জোর দিয়ে বলেন, দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে রুশ সামরিক অভিযান অব্যাহত থাকবে।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা চালিয়ে আসছে। এ পর্যন্ত দেশটিতে প্রায় চার লাখ মানুষ মারা গেছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সৌদি আরব, তুরস্ক, কাতার এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ও ইহুদিবাদী ইসরাইল সমর্থন দিয়ে আসছে।
এর বিপরীতে সিরিয়া সরকারের আনুষ্ঠানিক অনুরোধে রাশিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলা চালিয়ে আসছে। এর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার সরকারকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সরাসরি সহায়তা করছে। আর ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়াকে দিচ্ছে সামরিক পরামর্শ।
বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে