বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি তিন বিলিয়ন ডলার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। এই যুদ্ধে ইহুদিবাদী দেশটির প্রায় তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সরকার অনুমান করেছে যে, ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, ইরান প্রায় দুই সপ্তাহের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল। যার ফলে ইসরায়েলি অবকাঠামোর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ১৩ জুন ভোরে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে ইসরায়েল। টানা ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ চালায় ইহুদিবাদী সেনারা।  ইসরায়েলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের নাতানজ, ফরদো এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

অন্যদিকে, ১৩ জুন ইসরায়েলের হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়।  ইসলামিক রিভ্যুলিউশনারি গার্ডস কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের (ইসরায়েল) বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দু’ দেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের বিরতি হয়।

সূত্র: ব্লুমবার্গ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com