বাংলা৭১নিউজ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘ক্ষমতা কারো কারো কাছে ভোগের বস্তু হলেও আমাদের কাছে এটা দায়িত্ব। কিভাবে দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করবো- এটাই আমাদের লক্ষ্য।এই লক্ষ্য সামনে রেখে আমরা চলছি। এটাই হলো আমাদের রাজনীতি।’’
আজ সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০১৬-২০১৭ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘আমাদের রাজনীতি হলো দেশের উন্নয়ন করা, মানুষের উন্নয়ন করা। আর দীর্ঘ পরিকল্পনা না থাকলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত করা রাখা যায় না।’’
দেশের উন্নয়নে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর কারাগারে বসে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কী কী কাজ করবো, দেশের কিভাবে উন্নয়ন করবো এমন ছক আঁকছিলাম। জনগণের চাহিদা পূরণে কী কী কাজ করতে হবে সেই পরিকল্পনা তৈরি করি।
২০০৮ সালে ক্ষমতায় এসে সেই রূপকল্প অনুসারে কাজ শুরু করি। এখনো সে অনুযায়ী কাজ করছি।’’
বাংলা৭১নিউজ/সিএইস