বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট কার্ড পেলেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশ ব্যাংক এখন সমবায় সমিতিতে পরিণত হয়েছে: ড. সালেহ উদ্দিন অসুস্থ শাহরুখ, যা জানালেন জুহি চাওলা নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর কে এই শিলাস্তি? এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে? ঢাকায় আসছে ভারতীয় পুলিশের স্পেশাল টিম রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল প্রাণসহ ২০ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই টাইগারদের ‘তুচ্ছ বিষয়ে মামলা না করতে পরামর্শ দিন’ শ্বাসরোধ করে হত্যা করা হয় এমপি আনারকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নেতানিয়াহুকে অনুরোধ বিরোধীদলীয় নেতার ইব্রাহিম রাইসির দাফন আজ, শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ড. ইউনূসের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার সময় স্টেজ ভেঙে নিহত ৪ অপরাজেয় লেভারকুজেনকে থামিয়ে ইউরোপা লিগ আটালান্টার

এক নজরে এ-গ্রুপের চার দলের স্কোয়াড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৬ জুন, ২০১৮
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ‘এ’ গ্রুপে আয়োজক রাশিয়াা ছাড়াও রয়েছে সৌদি আরব, মিশর এবং উরুগুয়ে৷ এক নজরে দেখে নেওয়া যাক চার দলের স্কোয়াড৷

রাশিয়া
গোলকিপার: ইগোর আকিনফিভ (সিএসকেএ মস্কো), ভ্লাদিমির গাবুলোভ (ক্লাব ব্রুজ কেভি), আন্দ্রে লুনেভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ)৷

ডিফেন্ডার: ভ্লাদিমির গ্রানাত (এফসি রুবিন কাজান), ইলিয়া কুতেপোভ (এফসি স্পার্টাক মস্কো), ফেদোর কুদ্রিয়াশোভ (এফসি রুবিন কাজান), সার্জেই ইগনাশেভিশ (সিএসকেএ মস্কো), আন্দ্রে সেমেনোভ (এফসি আখমত গ্রোজনি), ইগোর স্মোলনিকোভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), মারিয়ো ফার্নান্ডেজ (সিএসকেএ মস্কো)৷

মিডফিল্ডার: অ্যালান জাগোয়েভ (সিএসকেএ মস্কো), ডেনিস শেরিশেভ (ভিয়ারিয়াল), য়ুরি গাজিনস্কি (এফসি ক্রাসনোদার), আলেকজান্দ্রো গোলোভিন (সিএসকেএ মস্কো), য়ুরি ঝিরকোভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), আলেকজান্দ্রো এরোখিন (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), দালের কুজিয়েভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), রোমান জোবনিন (এফসি স্পার্টাক মস্কো), আঁতো মিরানশুক (এফসি লোকোমোটিভ মস্কো), আলেকজান্দ্রো সামেদোভ (এফসি স্পার্টাক মস্কো), অ্যালেক্সি মিরানশুক (এফসি লোকোমোটিভ মস্কো)৷

ফরোয়ার্ড: ফেদর স্মোলোভ (এফসি ক্রাসনোদার), অর্টেম জিউবা (এফসি আর্সেনাল তুলা)৷

সৌদি আরব
গোলকিপার: মহম্মদ আল ওয়াইজ (আল আহিল এসসি), ইয়াসের আল মোসাইলেম (আল আহিল এসসি), আবদুল্লা আল মায়ুফ (আল হিলাল এসএফসি)৷

ডিফেন্ডার: মনসুর আল হারবি (আল আহিল এসসি), মহম্মদ আল বুরাইক (আল হিলাল এসএফসি), ইয়াসের আল শাহরানি (আল হিলাল এসএফসি), মোতাজ হাওসাওয়ি (আল আহিল এসসি), ওসামা হাওসাওয়ি (আল হিলাল এসএফসি), ওমর ওথমান (আল নাসের এফসি), আলি আল বুলাইহি (আল হিলাল এসএফসি)৷

মিডফিল্ডার: আব্দুল্লা আল খাইবারি (আল শাবাব এফসি), আব্দুলমালেক আল খাইবারি (আল হিলাল এসএফসি)৷ সলমন আল ফারাজ (আল হিলাল এসএফসি), মহম্মদ কান্নো (আল হিলাল এসএফসি), আব্দুল্লা ওতাইফ (আল হিলাল এসএফসি), তাইসির আল জাসাম (আল আহিল এসসি), হুসেন আল মোকাওয়ি (আল আহিল এসসি), হাতান বাহবির (আল শাবাব এফসি), সালেম আল দাওসারি (ভিয়ারিয়াল), ইহাইয়া আল শেহরি (লেগানেস)৷

ফরোয়ার্ড: ফাহাদ আল মুয়াল্লাদ (লেভান্তে), মহম্মদ আল সাহলাওয়ি (আল নাসের এফসি), মুহান্নদ আসিরি (আল আহিল এসসি)৷

মিশর
গোলকিপার: এসাম এল হাদারি (আল তায়োউন এফসি), মহম্মদ এল শেনাওয়ি (আল আহলি এসসি), শেরিফ একরামি (আল আহলি এসসি)৷

ডিফেন্ডার: আলি গাবর (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন), আহমেদ এল মহামদি (অ্যাস্টন ভিলা), আহমেদ হেগাজি (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন), আহমেদ ফাতি (আল আহলি এসসি), আইমান আশরাফ (আল আহলি এসসি), মহম্মদ আবদেলশাফি (আল ফাতেহ এফসি), মাহমুদ হামদি (জামালেক), সামির সাদ (আল আহলি এসসি)৷

মিডফিল্ডার: ওমর গাবের (লস অ্যাঞ্জেলেস এফসি), স্যাম মরসি (উইগান অ্যাথলেটিক এফসি), তারেক হামেদ (জামালেক), মহম্মদ এলনেনি (আর্সেনাল), আবদালা সাইদ (কুপিয়ন পিএস), ত্রেজেগুয়েত (কাসিমপাসা এসকে)৷

ফরোয়ার্ড: মারওয়ান মহসেন (আল আহলি এসসি), মহম্মদ সালাহ (লিভারপুল), কাহরাবা (আল ইত্তিহাদ এফসি), রামাদান সোভি (স্টোক সিটি), শিকাবালা (আল রায়েদ এসসি), আমর ওয়ারদা (আত্রোমিতোস এফসি)

উরুগুয়ে
গোলকিপার: ফার্নান্ডো মুসলেরা (গালাতাসারায়), মার্টিন ক্যাম্পানা (সিএ ইন্ডেপেন্ডেন্তে), মার্টিন সিলভা (সিআর ভাস্কো দা গামা)৷

ডিফেন্ডার: জোস গিমেনেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), দিয়োগে গোডিন (অ্যাটলেটিকো মাদ্রিদ), গুইলেরমো ভারেলা (সিএ পেনারোল), গ্যাস্টন সিলভা (সিএ ইন্ডেপেন্ডেন্তে), ম্যাক্সিমিলিয়ানো পেরেরা (এফসি পোর্তো), সেবাস্তিয়ান কোটস (স্পোর্টিং সিপি), মার্টিন সাসেরেজ (এসএস লাজিও)৷

মিডফিল্ডার: কার্লোস স্যাঞ্চেজ (সিএফ মন্তোরি), রডরিগো বেনতাঙ্কুর (জুভেন্তাস), ক্রিশ্চিয়ান রডরিগেজ (সিএ পেনারোল), নাহিতান নানদেজ (বোকা জুনিয়রস), লুকাস তোরেরা (ইউসি সাম্পদোরিয়া), মাতিয়াস ভেসিনো (ইন্টার মিলান), দিয়েগো লাক্সাল্ট (গেনোয়া সিএফসি)৷

ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ (বার্সেলোনা), জর্জিয়ান ডি আরাসকায়েতা (ক্রুজেইরো ইসি), ক্রিশ্চিয়ান স্টুয়ানি (জিরোনা এফসি), জোনাথন উরেতাভিসকায়া (সিএফ মন্তেরি), এডিনসন কাভানি (প্যারিস সাঁ জা), ম্যাক্সিমিলিয়ানো গোমেজ (সেল্টা ভিগো)।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com