মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

ভেনেজুয়েলানদের ফেরত পাঠানো স্থগিত করলো মার্কিন সুপ্রিম কোর্ট

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ট্রাম্প প্রশাসনকে ভেনেজুয়েলার অভিযুক্ত ‘গ্যাং সদস্যদের’ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

শনিবার মার্কিন গণমাধ্যম এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর টেক্সাসে আটক ভেনেজুয়েলানদের ফেরত পাঠানোর পরিকল্পনার বিরুদ্ধে একটি মানবাধিকার সংগঠন মামলা করলে, আদালত নির্দেশ দেয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোনো বন্দিকে যেন ফেরত পাঠানো না করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’ মার্কিন ভূখণ্ডে হামলার হুমকি দিচ্ছে। এর জেরে শত শত ভেনেজুয়েলানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও ‘এলিয়েন এনিমিজ অ্যাক্ট’ ব্যবহার করে এল সালভাদরে ফেরত পাঠানো হয়েছে।

৮ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ২৬১ জন ভেনেজুয়েলানের মধ্যে ১৩৭ জনের বিরুদ্ধে সরাসরি এই যুদ্ধকালীন আইন প্রয়োগ করা হয়।

১৭৯৮ সালের এই আইন সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল, যখন জাপানি বংশোদ্ভূত মানুষদের বিচার ছাড়াই আটক করে ইন্টার্নমেন্ট ক্যাম্পে পাঠানো হয়েছিল।  

গত মার্চে একটি নিম্ন আদালত এই বহিষ্কার স্থগিত করেছিল, পরে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে ট্রাম্প প্রশাসনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং ফেরত পাঠানোর আগে আটক ব্যক্তিদের আপিলের সুযোগ দিতে বলা হয়।

এদিকে, অভিযোগ উঠেছে, ইংরেজিতে নোটিশ পাঠিয়ে এবং ভাষাগত সহায়তা না দিয়ে ভেনেজুয়েলানদের ন্যায্যতার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন আদালতে জানায়, এভাবে অনেকের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

সূত্র : এপি।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com