আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ-কুমিল্লা সড়কের ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার যাত্রী উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদনগর গ্রামের আবুর খাযেরের ছেলে নুরুল আলম।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালে বলেন, ‘নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।