শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া ৬ দালালকে কারাদণ্ড

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর শেরে-বাংলা নগরে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়াসহ চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির অভিযোগে ছয় দালালকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন- হারুন, হোসেন, রিপন, চান, রাজিয়া ও মনোয়ারা। এদের মধ্যে হারুনকে এক মাস, হোসেনকে ৭ দিন, রিপনকে ১৫ দিন, চানকে ৭ দিন, রাজিয়াকে ১৫ দিন ও মনোয়ারাকে ৭ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ জুন) বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান। অভিযান শেষে আটক দালালদের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হোসেন।

অভিযান শেষে আবুল হোসেন বলেন, আমরা সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউটসহ পার্শ্ববর্তী সরকারি হাসপাতালগুলোতে অভিযান চালিয়েছি। অভিযানে নারীসহ বেশ কয়েকজন দালালকে আমরা হাতেনাতে ধরেছি। এর মধ্যে দু-একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য শুনে মনে হয়েছে তারা দালাল না। এছাড়া বাকি সাত দালালকে আমরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি।

সরকারি হাসপাতালগুলোতে দালাল নির্মূলে নতুন কোনো পরিকল্পনা আছে কি না- এমন এক প্রশ্নে তিনি বলেন, এটা আসলে রিসার্চের বিষয়, যে দালাল থেকে সাধারণ মানুষকে কীভাবে উদ্ধার করা যায়।

দালালচক্র রোগী ভাগিয়ে যে হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো চিন্তাভাবনা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমাদের বর্তমান চলমান অভিযানটি শুধু দালালদের বিরুদ্ধে। এছাড়া যেসব ক্লিনিক ও হাসপাতাল এর সঙ্গে জড়িত আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা যায় কি না সে বিষয়ে চিন্তা-ভাবনা করছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com