
রেড ক্রসের তথ্য অনুযায়ী, অন্তত ৭৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাইজেরিয়ার ডেইলি ট্রাস্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্যোগে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং একটি ইসলামি স্কুলের ৫০ জনের বেশি শিশু নিখোঁজ রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, পাঁচ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
বর্ষা শুরুতেই এমন বিপর্যয়
নাইজেরিয়ায় সাধারণত ছয় মাসের বর্ষাকাল থাকে আর এই বছর সেটা মাত্র শুরু হয়েছে। কিন্তু প্রতিবছরই ভারী বৃষ্টিপাত ও দুর্বল অবকাঠামোর কারণে বন্যা ভয়াবহ ক্ষতির কারণ হয়, শত শত মানুষের প্রাণহানি ঘটে।
বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়া আরো বেড়ে যাচ্ছে। নাইজেরিয়ায় বন্যার প্রভাব আরো খারাপ হওয়ার কারণ, ড্রেন ব্যবস্থার অভাব, জলপথের ওপর গৃহনির্মাণ ও নালা এবং নদীতে আবর্জনা ফেলা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘এই মর্মান্তিক ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যে, জলপথে গৃহনির্মাণ কতটা বিপজ্জনক এবং ড্রেনেজ ও নদীপথ পরিষ্কার রাখার গুরুত্ব কতটা অপরিহার্য।’
২০২৪ সালে তারা জানিয়েছে, দেশের ৩৬টি রাজ্যের মধ্যে অন্তত ৩১টি রাজ্যে বন্যায় ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হন—যা দশকের সবচেয়ে ভয়াবহ বন্যাগুলোর একটি।
সূত্র: এএফপি