কুয়েত, কাতার, সৌদি আরবসহ মোট ৮ দেশের ৭ পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল ভ্রমণ করেছেন। এ সময় তাদের সাথে আরও ছিলেন বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের ৬৭ জন প্রশিক্ষণার্থী।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় তারা পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র ত্যাগ করেন। এর আগে দুপুর সাড়ে তিনটায় তারা করমজলে আসেন।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন মো. শরিফের নেতৃত্বে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর ৭ জন পদস্থ কর্মকর্তা করমজলে আসেন।
সাথে ছিলেন ওই কলেজের ৬৭ জন প্রশিক্ষণার্থীরা। এ সময় তারা সুন্দরবনের কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র এবং হরিণের খামার ঘুরে দেখেন। এছাড়া সুন্দরবনের প্রাণ-প্রকৃতি উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন। মূলত ৬৭ জন প্রশিক্ষণর্থীদের সুন্দরবন সম্পর্কে ধারণা দিতে এই সফর বলে জানান বন কর্মকর্তা আজাদ কবির।
এর আগে এসব কর্মকর্তারা মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মোংলা বন্দরও পরিদর্শন করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ