সিনেমার কারণে নয়, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান প্রেমের কারণের শিরোনামে। বছরখানেক ধরেই অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে তার প্রেমের গুঞ্জন। মাঝে কয়েকবার দেখাও হয়েছে। তবে দুজনেই বলছেন, তারা ভালো বন্ধু।
কাকতালীয় ভাবে তাদের উত্তরও এক। শুধু লিঙ্গ পরিবর্তন করা হয়েছে বাক্যে। সম্প্রতি পলকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, সম্পর্কে জড়িয়েছেন। উত্তরে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শেওতা তিওয়ারির মেয়ে বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু। সে মিস্টি একটা ছেলে। এই তো।’ কদিন আগে একই প্রশ্নে গুঞ্জন ভাঙেন ইব্রাহিম। ফ্লিমফেয়ারে অংশ নিয়ে পতৌদি পরিবারের সন্তান বলেছেন, ‘সে আমার ভালো একজন বন্ধু। মিস্টি একটা মেয়ে। এই তো।’
পলক-ইব্রাহিমের সম্পর্ক নিয়ে আলোচনা বহু আগে থেকে। ২০২২ সালে প্রথমবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর বেশ কয়েকবার তাদের একসঙ্গে দেখা গেছে। বেশ কিছু কনসার্টে, মালদ্বীপ কিংবা গোয়া’র মতো জায়গায়ও তাদের একসঙ্গে দেখা গেছে। তবে দুই তারকাই বলছে, তারা ভালো বন্ধু।
ইব্রাহিম কদিন আগে ফ্লিমে অভিষেক হয়েছে। তবে নাডিয়ানিয়ান মুভিতে তার চরিত্র নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। তবে দমে যাননি সাইফপুত্র। কাজল আগারওয়াল ও পিথিরাজ সুকুমারানের সঙ্গে সারজামিন নামের মুভিতে চুক্তিবদ্ধ হয়েছে।
ইব্রাহিমের কথিত প্রেমিকা পলক অবশ্য বেশ পরিচিত। এ বছরের মে মাসে তার হরর-কমেডি ঘরানার মুভি দ্য ভূতনি আসবে। আরও বেশ কিছু কাজ হাতে রেখেছেন পলক।
বাংলা৭১নিউজ/একে