রাজধানীর বিমানবন্দরের কাওলা মহাসড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. রাজন মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুরে দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রাজন মোল্লা মাগুরা থানার শ্রীপুর উপজেলার কাদের পাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
বিমানবন্দর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান জানান, খবর পেয়ে আজ (সোমবার) ভোর ৫টার দিকে বিমানবন্দরের কাওলা এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলের আশপাশের মানুষদের জিজ্ঞেস করে জানতে পারি— ওই ব্যক্তিটি মোটরবাইক চালিয়ে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছি।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ