সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গাজায় ব্যাপক হামলা, কয়েক ঘণ্টায় প্রাণ হারালেন ১৪০ ফিলিস্তিনি নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন নয়: পরিকল্পনা উপদেষ্টা দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২১ শুধু কমিশন নয়, ঐকমত্য প্রতিষ্ঠা সব রাজনৈতিক-সামাজিক শক্তির দায়িত্ব গাজায় শেষরাতে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫৯

শিগগিরই শুরু হচ্ছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদপত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২১ মে থেকে। যা চলবে ২৯ মে পর্যন্ত। এসময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন ১৩টি জেলা ও ১টি মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের মূল সনদ বিতরণ করা হবে।

রোববার (১৮ মে) প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মূল সনদপত্র নির্ধারিত তারিখে ঢাকা বোর্ডের ৪ নং ভবনের ৫ম তলায় (লিফট-৫) সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে সংগ্রহ করতে হবে। সনদপত্র বিতরণের সুবিধার্থে জেলাওয়ারী তারিখ নির্ধারণ করা হয়েছে। 

এক্ষেত্রে— টাংগাইল ও রাজবাড়ী জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২১ মে, ঢাকা, মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রতিষ্ঠানগুলো ২২ মে, গাজীপুর ও গোপালগঞ্জ জেলার প্রতিষ্ঠানগুলো ২৫ মে, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার প্রতিষ্ঠানগুলো ২৬ মে, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার প্রতিষ্ঠানগুলো ২৭ মে, কিশোরগঞ্জ ও ফরিদপুর জেলার প্রতিষ্ঠানগুলো ২৮ মে এবং ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২৯ মে তারিখে তাদের মূল সনদপত্র সংগ্রহ করতে পারবে।

সনদ নেওয়ার জন্য বোর্ডের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের তাদের প্রতিষ্ঠানের উত্তীর্ণ শিক্ষার্থীদের গ্রুপওয়ারী কতজন ছাত্র বা ছাত্রী রয়েছে তার একটি তালিকা এবং সনদপত্র গ্রহণের জন্য দায়িত্বশীল প্রতিনিধির অনুকূলে প্রাধিকার পত্র ও তিন কপি নমুনা স্বাক্ষর সত্যায়িত করে সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

আর ভারপ্রাপ্ত অধ্যক্ষদের ক্ষেত্রে, তাদের নিয়োগ সংক্রান্ত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনপত্রের উপর ম্যানেজিং কমিটির সভাপতি বা গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই থাকতে হবে। না হলে মূল সনদপত্র দেওয়া সম্ভব হবে না বলেও উল্লেখ করা হয়েছে। 

এছাড়াও বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, যদি কোনো শিক্ষার্থী ইতিমধ্যে সাময়িক সনদপত্র নিয়ে থাকে, তবে মূল সনদপত্র গ্রহণের সময় সেই সাময়িক সনদপত্র অবশ্যই ফেরত দিতে হবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে (ফোন নং-৯৬৬৯৮১৫) যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com