রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন নয়: পরিকল্পনা উপদেষ্টা দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২১ শুধু কমিশন নয়, ঐকমত্য প্রতিষ্ঠা সব রাজনৈতিক-সামাজিক শক্তির দায়িত্ব গাজায় শেষরাতে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫৯ চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিতর্ক: বিবিসি বাংলা ঢাকা সেনানিবাসের আশপাশের কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সাম্য হত্যা: শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করা হচ্ছে। 

রবিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার পর ঢাবি শিক্ষর্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। 

এ সময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শাহবাগ থানার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই কবরে , খুনি কেন বাহির। আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই। শেইম শেইম, শাহবাগ থানা’ এমন স্লোগান দেন শিক্ষার্থীরা। 

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, “শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন। পুলিশ সর্তক অবস্থানে আছে।”

এর আগে গত ১৬ মে সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। ওই সময় ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে এই সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত নতুন কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। 

শিক্ষার্থীদের অভিযোগ, সাম্য হত্যার মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না। তাছাড়া পুলিশি পাহারায় তাকে পালাতে সাহায্য  করা হয়েছে। এ ঘটনায় অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।

গত ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এই তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ মে তাদের কারাগারে পাঠানো হয়। পরে তাদের রিমান্ড আবেদন করা হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com