রাজধানীতে বসবাসরত কিশোরগঞ্জ জেলার পেশাজীবীদের প্ল্যাটফর্ম কিশোরগঞ্জ ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটের (আইআইআইটি) কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ড. এম আবদুল আজিজ। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় প্রোডাকশন হাউজ ‘আর্কিটেক্ট আইডিয়া’র কর্ণধার আবদুল কাদির জুয়েল।
শনিবার (১৭ মে) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. ফরিদ আহমেদ সোবহানী এবং বিশিষ্ট শিক্ষক ড. আশরাফ উদ্দিন আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মাসুদুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ও এএফএম ওবায়দুল্লাহ তারেক।
সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ফায়জুল হক উজ্জ্বল, অ্যাডভোকেট রোকন রেজা শেখ ও আব্দুল্লাহ শরীফ।
কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান মাহফুজ, অর্থ সম্পাদক মো. রফিকুল আলম, আইন সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক প্রচার ও আইটি সম্পাদক হিসেবে মোহাম্মদ আল কামিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. নূর উদ্দিন তালুকদার, মো. জিয়া উদ্দিন, মাওলানা ওমর ফারুক, ড. মুমতাহিনা এবং শারমিন সুলতানা।
এ সময় নবনির্বাচিত সভাপতি ড. এম আব্দুল আজিজ বলেন, আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য হবে ঢাকায় বসবাসকারী কিশোরগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, একতা ও সাংগঠনিক শক্তি গড়ে তোলা। আমরা শিক্ষাব্যবস্থা, মানবসম্পদ উন্নয়ন এবং জেলাব্যাপী সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখব। সম্মিলিতভাবে কাজ করলেই বৃহত্তর কিশোরগঞ্জের উন্নয়ন সম্ভব।
সভায় বিদায়ী সভাপতি কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান বলেন, কিশোরগঞ্জ ফোরাম ছিল আমার আত্মার একটি অংশ। আমরা বিভিন্ন সময় সমাজসেবামূলক, শিক্ষা ও মানবিক কার্যক্রম চালিয়ে গিয়েছি। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক হবে।
এদিকে দ্বিবার্ষিক সভায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শতাধিক পেশাজীবী উপস্থিত ছিলেন। সবাই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, সংগঠনের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যে কিশোরগঞ্জ জেলার উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও মানবিক কার্যক্রমে দৃশ্যমান অবদান রাখার প্রত্যাশা করছে সংগঠনের সদস্যরা।
বাংলা৭১নিউজ/এসএইচ