রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন নয়: পরিকল্পনা উপদেষ্টা দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২১ শুধু কমিশন নয়, ঐকমত্য প্রতিষ্ঠা সব রাজনৈতিক-সামাজিক শক্তির দায়িত্ব গাজায় শেষরাতে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫৯ চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিতর্ক: বিবিসি বাংলা ঢাকা সেনানিবাসের আশপাশের কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সাভারে ৭১ টিভির সাংবাদিকের ওপর হামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

সাভারে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেনের (৪২) ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার মসজিদের সামনে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন সাভারের উত্তর চাপাইনের লালটেক এলাকার মো. জামাল হোসেনের ছেলে। তিনি ৭১ টিভির চিত্র সাংবাদিক হিসেবে সাভারে কর্মরত রয়েছেন।

অভিযুক্তরা হলেন- একই এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫) ও হৃদয় (২০)। এছাড়া মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২) ও জনি (২০), মুসা (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানা অপকর্মের অভিযোগ ছিল অভিযুক্তদের বিরুদ্ধে। এসব কাজের তথ্য সংগ্রহ করছিলেন উজ্জ্বল হোসেন, এমন অভিযোগের ভিত্তিতে তার ওপর হামলা চালায় তারা।

বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো চিত্র গ্রহণের কাজে বাসা থেকে বের হয়ে সড়কে উঠলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত উজ্জ্বল জানান, অভিযুক্তরা আওয়ামী লীগের সময় থেকে এখন পর্যন্ত নানা ধরনের অপকর্ম করে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। দেশের পট পরিবর্তন হলেও তারা এখনও পরিবর্তন হয়নি।

তারা অপরাধমূলক কর্মকাণ্ড আগের মতোই পরিচালনা করছে। আমি তাদের বিরুদ্ধে তথ্য নিচ্ছি এমনটি জেনেই তারা আমার ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আমি এর বিচার চাই।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই সাংবাদিকের অবস্থা গুরুতর নয়। আমরা তদন্ত করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com