সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গাজায় ব্যাপক হামলা, কয়েক ঘণ্টায় প্রাণ হারালেন ১৪০ ফিলিস্তিনি নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন নয়: পরিকল্পনা উপদেষ্টা দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২১ শুধু কমিশন নয়, ঐকমত্য প্রতিষ্ঠা সব রাজনৈতিক-সামাজিক শক্তির দায়িত্ব গাজায় শেষরাতে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫৯

বছর না ঘুরতেই তীব্র স্রোতে ভে‌ঙে গে‌লো কা‌ঠের ব্রিজ

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীর তীব্র স্রো‌তে ৩ লাখ টাকা ব‌্যয়ে সদ‌্য নি‌র্মিত কা‌ঠের ব্রিজ‌টি ভেঙে গে‌ছে। এতে ক‌রে ওই ব্রিজ‌ দি‌য়ে যাতায়াতকারী ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপজেলা শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় অব‌স্থিত সেতুটি ভেঙে গে‌লে ভোগান্তি‌তে পড়েন পথচা‌রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপর কাঠ-বাঁশ দিয়ে ব্রিজ‌টি তৈরি করা হয়। নদীর অব‌্যাহত স্রো‌তে অল্প কয়েকদিনের মাথায় সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। তারপরও ওই সেতুর ওপর দিয়ে প্রতি‌নি‌য়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন ওই এলাকার বাসিন্দারা। বর্তমানে ব্রিজটি ভেঙে পড়ায় বিড়ম্বনায় প‌ড়ে‌ছেন তারা।

ওই এলাকার সো‌হেল রানা ও মোজাফ্ফর আলী ব‌লেন, টানা বৃ‌ষ্টি ও ভারত থেকে আসা উজা‌নের ঢ‌লের কার‌ণে জিঞ্জিরাম নদীর পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে তীব্র স্রোত সৃ‌ষ্টি হয়। স্রো‌তের কার‌ণে ব্রিজ‌টি নড়ব‌ড়ে হওয়ার ফ‌লে ভে‌ঙে যায়। এতে আমাদের চলাচ‌লে সমস‌্যা হ‌চ্ছে। দ্রুত ব্রিজ‌টি সংস্কার করার দা‌বি জানাই।

রৌমারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন জানান, ব্রিজটি পরিদর্শন করেছি। উজান থে‌কে আসা তীব্র স্রোত ও কচু‌রিপানার চাপ থাকায় ব্রিজটি ভেঙে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হ‌য়ে‌ছে।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, নদীর পানি বাড়ায় স্রোতের চাপে ব্রিজটি ভেঙে পড়েছে। এতে মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, সেতুটি মেরামতের জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সেতুটি মেরামত করা হবে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com