তিন অভিযোগের বিষয়ে তদন্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্রিকেট বোর্ডে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযান চালাচ্ছে দুদক।
শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে দুদকের চার জনের একটি দল রাজধানীর মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে প্রবেশ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বিসিবি কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন।
যেসব অভিযোগ তদন্ত করা হচ্ছে, সেগুলো হলো— বিসিবির নানাবিধ আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ বাছাইয়ে দুর্নীতি।
এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিসিবির কার্যালয়ে অভিযান চালায় দুদকের তিন সদস্যের একটি বিশেষ দল।
বাংলা৭১নিউজ/এসএইচ