নারায়ণগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- শামিম হোসেন, নাজমুল ও জিলকদ।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস করে কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর সাজ্জাদ হোসেন সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্রী ছিলেন। আসামি শামিম হোসেন ওই কলেজে ভর্তি হওয়ার পর থেকে ভুক্তভোগীকে নিয়মিত প্রেমের প্রস্তাব দিতেন ও নানাভাবে উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
২০১৬ সালের ১৫ মার্চ সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন ভুক্তভোগী। আনুমানিক বেলা ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে পৌঁছালে আসামি শামিম ও তার দুই সহযোগী নাজমুল ও জিলকদ এবং আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করেন। এরপর তারা পালাক্রমে তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় একই বছরের ১৭ মার্চ ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ওই বছরের ২ জুন তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকাজ চলাকালে আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
বাংলা৭১নিউজ/এসএইচ