শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোহাম্মদপুরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য পুলিশের দুঃখ প্রকাশ ২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদী জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করবে: ডা. শফিকুর সীমান্ত এলাকা থেকে এক লাখের বেশি মানুষ সরে গেছে: থাইল্যান্ড ‘জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না’ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩২, হাসপাতালে ৫১ জন কাউকে গ্রেফতার করতে হলে পরিচয়পত্র দেখাতে হবে: আইন উপদেষ্টা উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সমানভাবে করতে হবে : নাহিদ ইসলাম

মিরসরাই-সীতাকুণ্ডে সড়কে ঝরলো দুই প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মিরসরাই-সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার (১৪ মে) রাত ও বৃহস্পতিবার (১৫ মে) সকালে মিরসরাই-নারায়নহাট সড়ক এবং সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মোহাম্মদ রফিক (৩৫) ও আবুল হোসেন (৬৫)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে মিরসরাই-নারায়নহাট সড়কের ছয়বাড়িয়া এলাকায় মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে একজন নিহত ও তিনজন আহত হন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শাফায়াত হোসেন বলেন, পাহাড়ের অনেক ঢালুতে পিকআপ পড়ে একজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে উপজেলা সদরের সেবা ও মাতৃকা হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনসহ তিনজন মিলে উপজেলার ছোট দারগারো হাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তারা সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়।

এতে আবুল হোসেনসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, সকাল সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com