মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

টাইগারদের নতুন পেস বোলিং কোচ টেইট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

শেষপর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। আন্দ্রে অ্যাডামসের পর এবার অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। 

এ মাসের শেষে দিকে দলের সঙ্গে যোগ দেবেন টেইট। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তাসকিন আহমেদ-নাহিদ রানাদের সঙ্গে কাজ করবেন তিনি।

বিসিবির সঙ্গে চুক্তি প্রসঙ্গে টেইট বলেন, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, জয়ের দিকে ফোকাস করা হয়। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।

টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া, বোলিং কোচিং করিয়েছেন আফগানিস্তানের পেসারদেরও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে দলটিকে লিগ পর্বে দ্বিতীয় স্থানে তুলেছিলেন টেইট। তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com