শনিবার, ১০ মে ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত শুরু প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথা ভাবছে সরকার : শিক্ষা উপদেষ্টা প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে : আলী রীয়াজ ভারতের ৩৬ স্থানে ৪০০ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি দিল্লির পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার প্রেসক্রিপশনে ২০ শতাংশ ওষুধে জেনেরিক নাম লেখার সুপারিশ

বিকেএমইএ নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচন হচ্ছে আজ শনিবার (১০ মে)। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

বিকেএমইএর ২০২৫-২০২৭ মেয়াদের এই নির্বাচনের ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। আলাদা দুটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে একটি কেন্দ্র ঢাকায় বাংলামোটর বিকেএমইএ ভবনে। আরেকটি কেন্দ্র নারায়ণগঞ্জের চাষাঢ়া বিকেএমইএ ভবনে।

বাংলামোটর বিকেএমইএ ভবনের ৫টি বুথে ভোট নেওয়া হচ্ছে। সকাল ১০টা ১৯ মিনিট পর্যন্ত ৩৩ জন ভোটার ভোট দিয়েছেন।

বিকেএমইএর এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭২। এর মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন। ৩৫টি পরিচালক পদে প্রার্থী ৩৮জন। যেখানে ৩৫জন একই প্যানেলে ভোট করছেন। তাদের প্যানেলের নাম প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পরিচালক পদে এ প্যানেলে ভোট করছেন।

প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স জোটের নেতা মোহাম্মদ হাতেম। তিনি নারায়ণগঞ্জের এমবি নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএর বর্তমান সভাপতি। এই জোটের বাইরে তিন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

স্বতন্ত্র তিন প্রার্থী হলেন, বিজিএমইএর সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে, সবশেষ ২০১২ সালে এমন ভোটের আয়োজন হয় সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে।

বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। ভোটে নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে পরে বিকেএমইএ সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহ-সভাপতিসহ নয়জন নির্বাচিত হবেন।

বর্তমান বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী হয়েছেন তারা হলেন, মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com