শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

ই-লাইসেন্সে যাচ্ছে বিটিআরসি, বন্ধ হচ্ছে হার্ডকপি আবেদন পদ্ধতি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের লাইসেন্সিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে। আগামী ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস থেকে কমিশনের লাইসেন্স ইস্যু, নবায়ন, ঠিকানা পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত সব কার্যক্রম বাধ্যতামূলকভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে।

সেজন্য বিটিআরসি কেবলমাত্র ‘লাইসেন্সিং ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস) পোর্টালের মাধ্যমে ই-লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি বিটিআরসির লাইসেন্সিং শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিটিআরসির উপ-পরিচালক মো. নাহিদুল হাসানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে নতুন লাইসেন্স আবেদন, বিদ্যমান লাইসেন্স নবায়ন, ঠিকানা পরিবর্তন কিংবা সংশোধনের জন্য আর হার্ডকপি কাগজপত্র জমা নেওয়া হবে না। এসব কার্যক্রম এখন থেকে হবে সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে যারা বিটিআরসির অধীন লাইসেন্স, রেজিস্ট্রেশন বা এনলিস্টমেন্ট সার্টিফিকেটধারী, তাদের সবাইকে দ্রুত https://lims.btrc.gov.bd পোর্টালে গিয়ে ইউজার অ্যাকাউন্ট খুলে নিজেদের প্রতিষ্ঠানের তথ্য আপলোড করতে হবে। আগে জমা দেওয়া তথ্যগুলোও হালনাগাদ করা যাবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় হালনাগাদ ডকুমেন্ট যুক্ত করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ই-লাইসেন্স দেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট প্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনার জন্য বিটিআরসির লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। এর আগে লাইসেন্স পেতে যেকোনো প্রতিষ্ঠানকে সরাসরি বিটিআরসিতে উপস্থিত হয়ে আবেদন করতে হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com