ইউক্রেনে কমপক্ষে ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত এই হামলা চালায় তারা। ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিমান বাহিনী জানিয়েছে, এটি যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা। টেলিগ্রামে দেওয়া পোস্টে তারা জানায়, ‘বিমান বাহিনীর ইউনিটগুলো ৮১৮টি বিমান আক্রমণকারী যান শনাক্ত করেছে এবং ট্র্যাক করেছে।
বিমান বাহিনী আরও বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭৪৭টি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ