শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

স্বৈরাচারী শাসনের অন্ধকারে ফিরতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় রিজভী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার বর্বরতা থেকে মুক্ত হওয়ার পর আমরা আর অন্ধকারে ফিরে যেতে চাই না।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিটাউস্থ জেলা বিএনপির সভাপতির বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিজভী আরও বলেন, বিএনপির সময়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন দেননি।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দেশকে বাঁচাতে হলে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন এবং ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থনে সন্তানদের উদ্বুদ্ধ করুন।’

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশের নদী-খাল-বিল প্রতিবেশী দেশকে লিজ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ভারতকে খুশি করতে দেশ উজাড় করে দেওয়া হয়েছিল। আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি, তবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে স্বাভাবিক অবস্থা ফিরবে না।’

তিনি আরও বলেন, ‘সংবিধান ও নির্বাচিত আইন পরিষদ ছাড়া কোনো কিছুই আইন হিসেবে বিবেচিত হতে পারে না।’

সভা শেষে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উদ্ভাবনী অবদানের জন্য তিন কিশোর বিজ্ঞানীকে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভী। তারা হলেন—আহনাফ বিন আশরাফ নাবিল, লাবিব ইসলাম ও আরিয়ান ইসলাম।

তাদের নেতৃত্বে গঠিত ‘বিবিএক্স রোভার টিম’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছে। আগামী মাসে তারা মালয়েশিয়ায় একটি আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নিতে যাচ্ছে।

আহনাফ, ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে উদ্ভাবন করেছেন জল, বাতাস ও মাটির দূষণ নির্ণায়ক স্মার্ট সেন্সর সিস্টেম এবং তরুণদের সুরক্ষায় ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ নামের একটি মোবাইল অ্যাপ।

তাদের মেধা ও উদ্ভাবনক্ষমতায় সন্তোষ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন বার্তা ও বিশেষ উপহার পাঠিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com