শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

শ্বাসনালিতে নুডলস আটকে প্রাণ গেল ৭ মাস বয়সী ফাতেমার

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

একসঙ্গে বেশি নুডলস মুখে নেওয়ায় তা শ্বাসনালিতে আটকে দম বন্ধ হয়ে প্রাণ গেল ৭ মাস বয়সী শিশু ফাতেমা জান্নাতের। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে একটি নুডলস তিন ভাগে ভাগ করে খাওয়ানো হতো। সে নিজেও এ খাবার পছন্দ করত। তবে একসঙ্গে বেশি নুডলস দেওয়ায় তা শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। এতেই দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

শিশু ফাতেমার দাদি শাহীন আক্তার বলেন, ‘নুডলস আটকে যাওয়ার পর আমরা ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন খাবার আটকে শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়েছে।’ আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, শিশুর শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে পা ধরে উল্টে মাথা নিচের রাখতে হয়। এরপর পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হয়। এতে খাবার মুখ দিয়ে বেরিয়ে আসে। ১০ মিনিটের মধ্যে সেটি বের করা না গেলে শ্বাস বন্ধ হয়ে শিশুর মৃত্যুর আশঙ্কা থাকে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com