বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল পাকিস্তান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।  ইরানের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শনিবার সন্ধ্যায় শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিফোনে আলোচনা করেন, যেখানে প্রধানমন্ত্রী শাহবাজ ইরানের পাকিস্তান-ভারত উত্তেজনা প্রশমিত করার জন্য সহায়তার ইচ্ছাকে স্বাগত জানান। 

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএনের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জন নিহত হন, যা ২০০০ সাল থেকে বিতর্কিত হিমালয় অঞ্চলটিতে সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। হামলার দায়িত্ব দাবি করেছে এতদিন অজ্ঞাত ‘দি রেজিস্ট্যান্স ফ্রন্ট’।

ঘটনা পর, পারমাণবিক শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু নদ পানি বন্টন চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

ভারত হামলাকারীদের সঙ্গে সীমান্ত পেরিয়ে সম্পর্কের ইঙ্গিত দিয়েছে, তবে পাকিস্তান তীব্রভাবে কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ ইরানের প্রেসিডেন্টকে তার আনুষ্ঠানিক আমন্ত্রণ সমর্থন করেছেন এবং ইরানের উত্তেজনা প্রশমিত করতে সাহায্য করার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আরো বলেছেন, পাকিস্তান অঞ্চলে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে ভূমিকা পালন করতে চায়, তবে ইসলামাবাদ তা স্বাগত জানাবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা জানায় এবং পহেলগাঁও হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, যা ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে ঘটেছে।

এছাড়া শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্তে অংশগ্রহণ করতে প্রস্তুত, পাকিস্তান গত দুই দশকে সন্ত্রাসবাদের বড় শিকার হয়ে এসেছে, যেখানে হাজার হাজার পাকিস্তানি নাগরিক জীবন হারিয়েছে এবং সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে এই সমস্যা মোকাবিলায়।

ভারতের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছেন, পানি অস্ত্র হিসেবে ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং ইসলামাবাদ যেকোনো মূল্যে নিজেকে রক্ষা করবে।

প্রতিবেদনে বলা হয় এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় সংহতি প্রকাশ করেছেন এবং তেহরানকে এই ঘটনার সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

এতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানি প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন, এবং শাহবাজ শরিফ প্রতিদানস্বরূপ পেজেশকিয়ানকে ইসলামাবাদ সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com