শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধিদলের সাক্ষাৎ নেদারল্যান্ডসকে হেসেখেলেই হারালো বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর: তারেক রহমান ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর রোববার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে: তারেক রহমান

বাইচের নৌকায় বরযাত্রীবাহী ট্রলারের ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বাইচ প্রতিযোগিতার মহড়া দেওয়ার সময় একটি বাইচের নৌকাকে শ্যালো ইঞ্জিনচালিত বরযাত্রীবাহী একটি ট্রলার ধাক্কা দিয়েছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। এসময় ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন কয়েকজন।

শনিবার (৩০ আগস্ট) সকালে উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের রহিজ মন্ডল (৫০) ও একই ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের নুর মোহাম্মদ (৪৫)।

পুলিশ জানিয়েছে, চাকসা দক্ষিণপাড়া এলাকায় ‘মায়ের দোয়া এক্সপ্রেস’ নামের একটি বাইচের নৌকা নিয়ে বাইচালরা মহড়া দিচ্ছিলেন। ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে দুর্ঘটনার শিকার হয় নৌকাটি। সেসময় নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত বাইচালদের উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

বাবু নামের এক বাইচাল বলেন, “নৌকার মহড়া শেষে ফেরার পরে একটি বরযাত্রীবাহী ট্রলার আমাদের নৌকার উপর দিয়ে চলে যায়। এতে নৌকাটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা ১৪-১৫ জন পানিতে পড়ে যায়। এখনও কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছেন দুই জন।”

উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক বলেন, “বাইচ দলের নৌকাটিকে বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলার নৌকা ধাক্কা দেয়। এতে বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com