শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ এবং ভেন্যু ঘোষণা করলেন ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে— এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এই ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি একটি পারফর্মিং আর্টস ভেন্যু এবং ট্রাম্প নিজেই সেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর বিবিসির।

ধারণা করা হয়েছিল, লাস ভেগাসে হবে বিশ্বকাপ ড্র। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠানও  হয়েছিল লাস ভেগাসে। তবে এবার শেষ পর্যন্ত আয়োজকরা স্থান পরিবর্তন করে ওয়াশিংটনকেই বেছে নিয়েছেন।

২০২৬ বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দেশ। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়,‘১০৪টি সুপার বোলের সমান।’

ড্র ঘোষণার সময় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ইনফান্তিনোও। তিনি জানান, এই ড্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবে।

ড্র অনুযায়ী, ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা আট তৃতীয় দল নকআউট পর্বে যাবে। ঘোষণার সময় বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন ফিফা প্রেসিডেন্ট। ট্রাম্প সেটি হাতে তুলে নিয়ে রসিকতা করে বলেন,‘আমি কি এটা রেখে দিতে পারি?’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com