উত্তর কোরিয়া অভিযোগ করেছে, দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্তের কাছে ১০টিরও বেশি গুলি ছুড়েছে তাদের দিকে। পিয়ংইয়ং জানিয়েছে, শনিবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিনগান থেকে গুলি চালায়, যা ‘সামরিক সংঘাতের উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে তারা।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, গুলি চালানোর ঘটনাটি ঘটে গত মঙ্গলবার, যখন উত্তর কোরিয়ার সেনারা দুই কোরিয়ার মধ্যে বিভাজনকারী ডিমিলিটারাইজড জোন-এর সীমান্তে প্রতিরক্ষা সংহতকরণের কাজ করছিল।
দেশটির পিপলস আর্মির ভাইস চিফ অফ দ্য জেনারেল স্টাফ কো জং চোল এক বিবৃতিতে বলেন, এটি একটি অত্যন্ত গুরুতর উসকানি, যা দক্ষিণ সীমান্ত অঞ্চলের পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যেতে পারে। যেখানে বিপুলসংখ্যক সেনা মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার উচিত তাদের পূর্বপরিকল্পিত এবং ইচ্ছাকৃত উসকানি অবিলম্বে বন্ধ করা।
উত্তর কোরিয়ার এ অভিযোগের পর শনিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও বিষয়টি স্বীকার করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তের কাছে উত্তর কোরিয়ার কিছু সেনা সামরিক সীমানা রেখা সংক্ষিপ্তভাবে অতিক্রম করে। এ কারণে সতর্কতামূলক গুলি ছোড়া হয়।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, ডিমিলিটারাইজড জোন-এর কেন্দ্রীয় ফ্রন্টলাইনে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা সামরিক সীমানা রেখা অতিক্রম করে, যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা সতর্কতামূলকভাবে গুলি চালায়।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসের গোড়াতেও এমন একটি ঘটনা ঘটে, যখন উত্তর কোরিয়ার ১০ জন সেনা সীমান্ত অতিক্রম করলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সতর্কতামূলক গুলি চালায়। দুই কোরিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষের ঘটনা বাড়তে থাকায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সূত্র: কেসিএনএ ও আল-জাজিরা।
বাংলা৭১নিউজ/এসএইচ