শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে হারালো চেলসি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

প্রিমিয়ার লিগের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী রূপে ফিরলো ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি। কোল পালমারকে ছাড়াই ওয়েস্ট হ্যামকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে এনজো মারেস্কার শিষ্যরা।

লন্ডন স্টেডিয়ামে শুক্রবার (২২ আগস্ট) রাতে ওয়েস্ট হ্যামকে ৫-১ ব্যবধানে হারিয়েছে চেলসি। দলকে বড় জয় এনে দেওয়ার পথে জোয়াও পেদ্রো, পেদ্রো নেতো, এনজো ফার্নান্দেজ, মইসেস কাইসেদো ও ট্রেবহ চ্যালোবাহ একটি করে গোল করেছেন। ওয়েস্ট হ্যামের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকেতা।

ম্যাচে গোলের শুরুটাই করেছিলেন পাকেতা। মাত্র ৬ মিনিটে তার গোলে লিড নেয় ওয়েস্ট হ্যাম। মাঝমাঠ থেকে কিছুটা এগিয়ে বাঁ পায়ের জোরালো শটে চোখে লেগে থাকার মতো এক গোল করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

সমতায় ফিরতে ৯ মিনিট লেগেছে চেলসির। গল্পের বাকিটা জুড়ে তাদেরই একচ্ছত্র আধিপত্য। ক্লাব বিশ্বকাপে অভিষেক হয়েই চমক দেখানো জোয়াও পেদ্রো ১৫ মিনিটে গোল করেন। কর্নার থেকে উড়ে আসা বল মার্ক কুকুরেয়ার মাথা ছুঁয়ে দ্বিতীয় হেডে জালে জড়ান এই সেলেসাও ফরোয়ার্ড।

২৩ মিনিটেই চেলসির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো নেতো। হ্যামারদের বক্সে জোয়াও পেদ্রোর হালকা উঁচু করে বাড়ানো বল এক স্পর্শে তিনি গোলে পরিণত করেন। বিরতির আগে আরও একদফা তাদের এগিয়ে দেন এনজো।

কয়েকজনকে কাটিয়ে বক্সে পাস বাড়ান এস্তেভাও, এক স্পর্শে ঠান্ডা মাথার ফিনিশিং দেন আর্জেন্টাইন মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ (১৮ বছর ১২০ দিন) ফুটবলার হিসেবে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাও। পরে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। 

মিডফিল্ডে এনজোর সঙ্গে ময়েসেস কায়কেদোর সক্ষমতা চেলসির ভিত কতটা শক্ত করেছে তা ক্লাবভক্তদের অজানা নয়। এদিনও তেমন কিছুর পর স্কোরশিটেও নাম তোলেন এই ইকুয়েডর তারকা।

৫৪ মিনিটে কর্নার থেকে আসা বল হ্যামার গোলরক্ষক ম্যাডস হারমানসেন ক্লিয়ার করতে গিয়েও পারেননি। বল গিয়ে পড়ে কায়কোদোর সামনে। ভিড়ের মধ্যে জোরে শট নিয়ে সফল হয়েছেন কায়কেদো। মিনিট চারেক বাদে চেলসির স্কোরলাইন ৫-১ করেন চলোবাহ। তিনিও গোল করেছেন কর্নার থেকে আসা বল কয়েকজনের পা ঘুরে আসার পর।

এদিন কোল পালমারের অনুপস্থিতিতে শুরুর একাদশে সুযোগ পেয়ে অ্যাসিস্ট করা এস্তেভাও ম্যাচসেরা হয়েছেন। তিনি প্রিমিয়ার লিগে চেলসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com