গাজা উপত্যকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (MSF)-এর শিশুরোগ বিশেষজ্ঞ ও মানবিক সহায়তা কর্মী ডা. আকসা দুররানি ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছেন।
জনপ্রিয় ফটো ব্লগ হিউম্যানস অব নিউ ইয়র্ক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বহু জায়গায় চরম ক্ষুধার মধ্যে কাজ করেছি, কিন্তু এখানে যা সবচেয়ে ধাক্কা দেয়, তা হলো ইসরায়েলিদের নিষ্ঠুরতা— এটি যে ইচ্ছাকৃত, তা স্পষ্ট। আমি গাজায় দুই মাস ছিলাম; যা ঘটছে তার ভয়াবহতার বর্ণনা দেওয়ার ভাষা নেই।
ডা. দুররানি জানান, গাজার বিভিন্ন হাসপাতালে যুদ্ধাহত শিশুদের অবস্থা বীভৎস। কারও হাত নেই, কারও পা, আবার কারও শরীর তৃতীয় ডিগ্রির দগ্ধতায় ঝলসে গেছে। পর্যাপ্ত ব্যথানাশক না থাকায় চিকিৎসা দিতে গিয়ে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। শিশুরা ব্যথার জন্য নয়, ক্ষুধার জন্য চিৎকার করছে— ‘আমি ক্ষুধার্ত! আমি ক্ষুধার্ত!
আকসা দুররানি তার ফিলিস্তিনি সহকর্মীদের দুর্দশার কথাও তুলে ধরেন, যারা নিজেরাও খাদ্য ও বিশ্রামের সংকটে ভুগছেন, অথচ রোগীদের চিকিৎসা দিতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, তাদের কেউ কেউ তাঁবুতে বসবাস করছেন। কারও কারও পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য নিহত হয়েছেন।
গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে ‘স্পষ্টতই এক গণহত্যা’ হিসেবে উল্লেখ করে ডা. দুররানি। তিনি বলেন, এমন বর্বরতা থামাতে না পারায় আমি লজ্জিত। তথ্যসূত্র : আল-জাজিরা ও হিউম্যানস অব নিউ ইয়র্ক।
বাংলা৭১নিউজ/এবি