নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় এ সমাবেশ শুরু হবে।
সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর,নোয়াখালী থেকে নেতার্মীদের বাসে চড়ে ঢাকায় আসার ছবি শেয়ার করা হয়েছে। তবে সমাবেশস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে এখনও নেতাকর্মীরা আসতে শুরু করেনি।
এর আগে, গতকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে আজকের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দলটির একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।
দলটির এক নেতা জানিয়েছেন, এই ইশতেহার অনেকটা নির্বাচনী ইশতেহারের মতোই। কেননা এতে দলটি ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চায় তার ধারণা থাকবে। ২৪-এর গণঅভ্যুত্থানের ভিত্তিতে গড়ে ওঠা দল এনসিপি। এজন্য এই ইশতেহারে ২৪টি ধারা বা পয়েন্ট রাখা হচ্ছে বলেও জানিয়েছেন এনসিপির এই নেতা।
বাংলা৭১নিউজ/এসএইচ