শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

ঘুম থেকে উঠে দরজা খুলতেই ভ্যানচালককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

এবার খুলনার দিঘলিয়ায় ঘরে ঢুকে আলামিন সিকদার (২৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।  

পুলিশ জানায়, শনিবার ভোরে আসাদুল ইসলাম হঠাৎ আলামিনের ঘরের দরজায় কড়া নাড়েন। ঘুম থেকে উঠে দরজা খুলতেই আসাদুল ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে কুপিয়ে হত্যা করেন এবং পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামিনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই আসাদুল পলাতক রয়েছেন।

দিঘলিয়া কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল বলেন, আলামিনের স্ত্রীর প্রথম স্বামী মো. আসাদুল ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। তদন্ত চলছে।  

দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, প্রায় ১৫ বছর আগে আলামিনের স্ত্রী আসাদুল ইসলাম আপন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়। দেড় মাস আগে সেই নারী আলামিন শিকদারকে বিয়ে করেন। আজ সকালে প্রথম স্বামী ওই নারীর স্বামীকে কুপিয়ে হত্যা করেন। ঘাতক আসাদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com