শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের বর্ষপূতিতে অনুষ্ঠান আজ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের সংগঠন ‘বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ’র বর্ষপূতি ২ আগস্ট। ২০২৪ সালের স্মরণীয় দিনটিতে কারফিউ এবং ১৪৪ ধারা উপেক্ষা করে রাজধানীর বাংলামটরে সমবেত কবি-সাহিত্যিকসহ বিভিন্ন স্তরের মানুষ বৃষ্টিভেজা দিনে দেশব্যাপী গণহত্যার নিন্দা জানিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের দাবি করেন।

এরপর ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালাও একসাথে’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে মিছিল করেন তারা। সর্বস্তরের মানুষের সংহতি ও সমর্থনের কারণে পরদিন ৩ আগস্ট শহীদ মিনারে একদফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের আহ্বায়ক কবি আবিদ আজম জানান, এ উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে জুলাই শহীদদের জন্য দোয়া, স্মৃতিচারণ, আলোচনা ও দ্রোহযাত্রার আয়োজন করা হয়েছে।

‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধন করবেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দিপ্তী ও শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরীনা আফরোজ শ্রাবন্তী।

গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট ও শিল্প-সাহিত্যের ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান সংগীতের রচয়িতা আমিরুল মোমেনীন মানিক। সংগঠনের মুখপাত্র কবি ইমরান মাহফুজ সম্পাদিত বিশেষ স্যুভেনিরের মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের সংগঠক পথিক রানা, মামুন সারওয়ার, নিমগ্ন দুপুর, ফারুক হোসেন খান, নাহিদ যাযাবর, ফরিদুল ইসলাম নির্জন, সরোজ মেহেদী, তানজীনা ফেরদৌস ও হালিমা মুক্তা অনুভূতি ব্যক্ত করবেন। এর আগে বিকেল ৩টায় বিশ্বসাহিত্যকেন্দ্রের সামনের গলি থেকে গণহত্যাকারীদের দ্রুত বিচার ও ৫ আগস্টকে ‘অ্যান্টি ফ্যাসিস্ট ডে’ ঘোষণার দাবিতে ‘দ্রোহযাত্রা’ হওয়ার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com