কক্সবাজারের চকরিয়ায় ফিল্মি স্টাইলে দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নে আজমনগর স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মোহাম্মদ সোয়ায়েত (৩০) বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামাপাড়া এলাকার নুরুল আজিজের ছেলে। তিনি বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে স্কুলের সামনে সড়কের পাশে বসে সোয়ায়েতসহ কয়েক যুবক গল্প করছিলেন। ওই সময় বদরখালী ফেরিঘাট এলাকা দিয়ে আসা দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একটি গুলি সোয়ায়েতের কানের পেছনে ঘাড়ে লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত সোয়ায়েত বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে যান এবং সম্প্রতি জামিন পেয়ে এলাকায় ফিরেছেন।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ রাতেই থানায় আনা হয়। নিহতের ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এ গুলি চালালো, এ রহস্য এখনো জানা যায়নি। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বাংলা৭১নিউজ/একেএম