শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

ইজিবাইকচালক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্যা হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় দেন। এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুরের সদর উপজেলার মো. মেহেদী আবু কাওসার, মো. জনি মোল্লা, মো. রাসেল শেখ (পলাতক), রাজেস রবি দাস, মো. রবিন মোল্লা ওরফে ভিকি। এদের মধ্যে মো. রাসেল শেখ পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

 

অপর আসামি রাজবাড়ী জেলার বাদশা শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্যা (২০) নামে এক যুবক নিজ বাড়ি থেকে বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকাল ৭টার দিকে শহরের গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের শেষ মাথা বাইপাস রোডের কাছে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ‌এরপর নিহতের বাবা আয়নাল শেখ ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। এদের মধ্যে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

তিনি বলেন, এ মামলায় আমরা সর্বোচ্চ রায় পেয়ে সন্তুষ্ট।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com