শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

শাহবাগে আরেকটি মব তৈরি হচ্ছে: রাশেদ খান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে মব তৈরির চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আন্দোলনকারীদের দিকে প্রশ্ন তুলে এই তরুণ নেতা বলেছেন, জুলাই যোদ্ধা কী এই ২০০-১০০ মানুষ!

বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, ‘যতোটুকু তথ্য পেলাম আরেকটি মব তৈরি করা হচ্ছে। শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে জড় হতে বলা হয়েছে। কারা কাজটা করছে অনুমান করার চেষ্টা করুন।’

জুলাই যোদ্ধা পরিচয়ে কারা, এমন ইঙ্গিত দিয়ে রাশেদ খান লিখেছেন, ‘যেখানে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা চলমান। আলাপ-আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে।

সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগ অবরোধ! জুলাই যোদ্ধা কি এই ২০০-১০০ মানুষ? সারাদেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন। দেশের স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি ১/১১ সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দিবে, ইনশাআল্লাহ।’

পোস্টে তিনি আরও লেখেন, ঐক্যমতের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভাল হবেনা। ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নিবে আওয়ামীলীগ। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখুন। দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ফাঁদ থেকে দূরে থাকুন।’

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com