‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’-এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য চূড়ান্ত বাছাই সম্পন্ন হয়েছে।
সারা বাংলাদেশ থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’-এর আন্তর্জাতিক বাছাই পর্ব ২৯ ও ৩০ জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী কর্মশালার শেষে পাঁচজন প্রতিযোগীকে নির্বাচনের মধ্য দিয়ে এই চূড়ান্ত বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বিগত ৩৭ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে এই ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ মেধা যাচাই কর্মসূচি।
১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই অলিম্পিয়াড তিনটি ধাপে সম্পন্ন হয়। বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রথম রাউন্ডে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, টেলিস্কোপে সূর্য পর্যবেক্ষণ এবং রকেট মডেল তৈরির প্রতিযোগিতা।
প্রথম রাউন্ডে দেশের ১১টি জেলা থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে বাছাইকৃত ৩০০ জন প্রতিযোগী অংশ নেয় জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডে। এরপর জাতীয় পর্যায় থেকে নির্বাচিত ৩০ জন নিয়ে হয় তৃতীয় রাউন্ডের ক্লোজড ক্যাম্প, যেখানে ক্যাম্পের শেষদিনে লিখিত পরীক্ষার ভিত্তিতে সেরা ৫ জনকে নির্বাচন করা হয়।
এই পাঁচজন আগামী ২০–২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও তারা ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. আশিক মোসাদ্দেক। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মিখাইল গাব্রিলভ এবং সাহাপার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যোতির্বিজ্ঞানী মশহুরুল আমিন।
চূড়ান্ত বাছাই কার্যক্রম পরিচালনায় জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন— কবি, লেখক ও নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক লোপা মমতাজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক খালিদ মাহবুব, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য রবীন ফকির, ফরিদউদ্দিন আহমেদ এবং মাসুদুল হাসান জায়েদী।
বাংলা৭১নিউজ/এসএন